টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় টমটম দুর্ঘটনায় নবম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৭) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে সোমবার সকাল সকাল ১১টায় উপজেলার হ্নীলা আলী আকবর পাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানা যায়, রবিবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যাওয়া হ্নীলা আলী আকবর পাড়ার মোহাম্মদ হোছাইনের পুত্র ও হ্নীলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৭) এবং মামাতো ভাই কাঞ্জরপাড়ার মৌলভী আব্দু শুক্কুরের পুত্র সাদেক (১২) মিলে একটি টমটম চালিয়ে ঘুরতে বের হয়।
কাঞ্জরপাড়া স্কুল ছুটি হলে ছেলে-মেয়েদের সাইট দিতে গিয়েই টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী বিলে পড়ে যায়। এতে গাড়িতে থাকা মিজান ও মামাতো ভাই সাদেক আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মিজানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করেন। কক্সবাজার যাওয়ার পথে কুতুপালং এলাকায় পৌঁছলে মিজানের মৃত্যু হয়।
কাঞ্জরপাড়ার পাড়ার ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার বিষয়টির স্বীকার করেন। এ ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের নিকট জানতে চাইলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় কিন্তু এই ঘটনার সত্যতা কেউ স্বীকার না করায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে আইনী জটিলতা শেষে নিহত স্কুল ছাত্রকে ১২ মার্চ সকালে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ