গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকা থেকে মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শিশুটির গলা কাটা, বিবস্ত্র এবং শরীরের কিছু অংশ শিয়ালে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিশুটি নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ