ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে শনিবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নয়ন দেব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নয়ন রেল স্টেশনে পপকর্ন বিক্রি করতো। শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকার হরেন্দ্র দেবের ছেলে সে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজিদুল হক জানান, সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছালে ভেতরে থাকা নয়ন ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার