মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণার ডাক দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান।
তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা মাদক বিক্রি করে তাদের সম্পর্কে তথ্য দিন। তারা কি কোন পুলিশ বা কোন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থেকে বিক্রি করে তা আমাদের জানান। যারাই মাদক ব্যবসায়ীদের শেল্টার দিবে তাদের গ্রেফতার করা হবে। সে যতই প্রভাবশালী হোকনা কেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
বুধবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানা চত্বরে জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, মাদক বিক্রির সাথে আমার কোন পুলিশ যদি জড়িত থাকে কিংবা টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেয়, তবে দয়া করে আমাকে জানাবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্তের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সহকারি পুলিশ সুপার সদর মো. আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আমীর হোসেন খান, মো. ইযাকুব আলী, শফিউদ্দিন খালাশী, সাংবাদিক আবদুস সবুর কাজল, মোতালেব মোল্লা ও রওশন আরা পারভীন, লিয়াকত হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন