আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর দ্রুতই নিউ জিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন উইল ও’রোক। কিন্তু এবার ছন্দপতন ফাস্ট বোলারদের চেনা শত্রু চোটের থাবায়। অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের এই পেসার।
জানা গেছে, অবস্থা বুঝে উইল ও’রোকের সময়টা বাড়তে পারে আরও। আরও বড় শঙ্কার কারণ তার এই চোট পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্র্যাকচার। এই ধরনের চোট অনেক পেসারকেই দুর্ভোগে ফেলেছে নানা ভাবে।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে পিঠে জড়তা অনুভব করেন ও’রোক। দেশে ফেরার পর পরীক্ষা করিয়ে তার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। তিন মাসের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং শেষে শরীরের অবস্থা বুঝে তার মাঠে ফেরার সিদ্ধান্ত হবে। সামনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না তিনি নিশ্চিতভাবেই, শঙ্কা আছে ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও।
গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেট নিয়ে টেস্ট অভিষেক ও’রোকের। এখনও পর্যন্ত ১১ টেস্টে তার শিকার ৩৯টি, ১৭ ওয়ানডেতে ২২টি, ৭ টি-টোয়েন্টিতে ৭টি। কোচ রব ওয়াল্টারের আশা, অস্ত্রোপচার ছাড়াই ২৫৪ বছর বয়সী পেসার সুস্থ হয়ে উঠবেন সময়মতো। এর মধ্য অবশ্য কিউই শিবিরে একটি সুখবর, চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন পেসার বেন সিয়ার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ