মাদারীপুরের শিবচরের বাখরের কান্দী(ভেলী ব্রীজ) এলাকায় আজ দুপুরে একটি মার্কেটে টিনের চাল পরে মজিদ ফকির (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাখরের কান্দী (ভেলী ব্রীজ) বাজার এলাকায় বুধবার বিকেলের দিকে উত্তর দিক থেকে আসা ঝড়ে আনু মোড়ল মার্কেটের চাল পড়লে ঘটনা স্থলেই মজিদ ফকির মারা জান। ঝড়ের সময় নিহত মজিদ ফকির ঐ দোকান ঘরের মধ্যে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, ঝড় শুরু হলে ঝড়ের বেগে বেলী ব্রীজ এলাকায় টিনের চাল পড়ে মজিদ ফকির নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঝড়ের সময় নিহত মজিদ ফকির ঐ দোকান ঘরের মধ্যে অবস্থান করছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার