ফেনীর দাগনভূঞায় সহপাঠিকে বস না বলায় এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে এক মাদ্রাসা ছাত্র। শবে বরাতের রাত্রে সিন্দুরপুর কৈখালী মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত তানিমকে (১৩) গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শবে বরাতের রাত ৯টার দিকে সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী বড় বাড়ির শহীদুল্লা মাসুদের ছেলে তানিম ও একই গ্রামের নয়নের ছেলে শায়েখ স্থানীয় মসজিদে নামাজ পড়তে যায়। নামায শেষে বের হলে তানিম তার সহপাঠী শায়েখকে বস না বলায় সে ক্ষিপ্ত হয়ে তানিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তানিম গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তানিম শর্শদি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আর শায়খ কৈখালী মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে তানিমের মামা বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেছে। কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ্সআই সাইয়ুল ইসলাম জানান, শায়খ ও তার বাবা নয়নকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার