ফেনীতে নিখোঁজের দুইদিন পর মো. রাজিব (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ফেনী পৌরসভার বিটপিকা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাজিব ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বের হয়। ওই দিন রাতে সদর হাসপাতাল এলাকায় পানির ট্রাংকের সামনে তার ব্যাটারিবিহীন খালি রিক্সা পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরের দিন তার পরিবারের পক্ষে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিহত রাজিব লক্ষীপুর জেলার কমল নগরের চরনন্দন গ্রামের মো. সেলিমের ছেলে। তারা ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাসা ভাড়া করে থাকত।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার