টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ইয়াবাসহ যুবককে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার ২ নং ওয়ার্ডস্থ মোঃ নবী হোসেনের ভাড়াটিয়া মোঃ আনোয়ার হোসেনের (৩০) বসতঘরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার এর একটি বিশেষ টিম। আটককৃত মোঃ হোসেন (৩০) টেকনাফ পৌরসভাধীন দক্ষিণ জালিয়া পাড়ার মৃত আবুল কাসেমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন