মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শ্রীমতি মিলন চক্রবর্তী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার বিকেলে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের অাওরঙ্গবাদ টাওয়ার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন চক্রবর্তি নেত্রকোনা জেলার কলমাকান্দির দিপপুর এলাকার মনোরঞ্জন চক্রবর্তীর স্ত্রী।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্টু চন্দ্র পাল জানান, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থাকেন মিলন চক্রবর্তী। সেখান থেকে একটি বিয়ের অনুষ্ঠানে মানিকগঞ্জে এসেছিলেন তিনি। হ্যালোবাইকে করে মানিকগঞ্জ শহরে আসার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী বাসের সঙ্গে ধাক্কা লাগে তাকে বহনকারী হ্যালোবাইকের। এসময় ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান