গাজীপুরের কাপাসিয়ার পূর্বপাড়া ঠাটাবাড়ি এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বকুল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বকুল ওই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘাঘটিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ক্ষেতে ধান কাটতে যান বকুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন