প্রবল ঝড়ো বাতাসের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
এর আগে সোয়া ৩টা থেকে প্রবল ঝড়ো বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরিসহ সব নৌযান চলাচল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে বিকেল সোয়া ৩টা থেকে উত্তাল হয়ে উঠে পদ্মা নদী। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেড়েছে যাত্রীদের চাপ। আটকে আছে অসংখ্য পরিবহন।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা নৌযান চলাচল বন্ধ ছিল। তবে আবহাওয়া আবার বৈরী হয়ে উঠলে নৌযান চলাচল বন্ধ রাখা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান