কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় চার রোহিঙ্গাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া ও টেকনাফ থানায় সোপার্দ করা হয়েছ।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় উখিয়ার পানবাজার থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে এসব জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. সৈয়দ হোসেনের ছেলে মো.সোহেল (২৫), থ্যাংখালী ক্যাম্পের মৃত আবদুস সালামের ছেলে মো. জিয়াউল হক (২২) এবং মৃত জালাল আহমদের ছেলে মো. ইরফান (২০)।
অন্যদিকে টেকনাফ উপজেলার জাদিমুড়া থেকে ১০ হাজার ইয়াবা ও বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এসব জব্দ করা হয়।
আটক রোহিঙ্গা হলেন, জাদিমোড়া শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল আমিনের ছেলে মো. আবদুল মোনাফ (৩২)।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ