ছেলের অত্যাচারে তিন মাস যাবত গৃহহারা এক দৃষ্টিপ্রতিবন্ধী ও বধির বৃদ্ধ বাবা। হতভাগ্য ওই বাবার নাম হাজী চান্দ মিয়া প্রামাণিক (১১৫)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী গ্রামের বাসিন্দা। ছেলের অত্যাচারের হতে বাঁচতে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে।
জানা যায়, ৬ মাস পূর্বে বৃদ্ধের স্ত্রী মারা গেলে সম্পদ হাতিয়ে নেওয়ার লোভে ভরণ পোষণ ও চিকিৎসা থেকে বঞ্চিত করে চলেছেন ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)। বাবার প্রায় ২ কোটি টাকার সম্পদের দলিল লিখে নেওয়ার অপতৎপরতা অব্যাহত রাখলে উচ্ছৃঙ্খল ছেলে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মহলে বিচার চেয়েও বিচার না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজী চান্দ মিয়া প্রামাণিক।
এ ঘটনায় এলাকাবাসী ও বৃদ্ধের আত্মীয়-স্বজনদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এছাড়াও বখাটে দেলোয়ারের বিরুদ্ধে পাঁচ বোনের জমি দখল, বাবার নগদ টাকা আত্মসাৎ, ক্ষেতের ফসল লুটসহ অসংখ্য অভিযোগ রয়েছে। অসহায় বাবা বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এতে ক্ষুদ্ধ হয়ে দেলোয়ার হোসেন বৃদ্ধ বাবাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। জীবন ও সম্পদ রক্ষার জন্য তিনমাস যাবত থেকে ঘর ছেড়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধ। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
যোগাযোগ করা হলে দেলোয়ার হোসেন বলেন, ‘এটা আমাদের পারিবারিক বিষয় আপনারা সাংবাদিকরা এ বিষয়ে বাড়াবাড়ি করবেন না। আপনার রিপোর্টে আমার কিছু যায় আসে না। যত পারেন আমার বিরুদ্ধে রিপোর্ট লেখেন।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোতাছিম বিল্লাহ্ বলেন, ‘বৃদ্ধ বাবার আদালতের মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। এ বিষয়ে বৃদ্ধের অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান