রাজশাহীতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ বুধবার দিবাগত রাতে আটককৃতরা হল- কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মেরঙলোয়া গ্রামের মৃত সারেন্দ্র বড়ুয়ার ছেলে সুবোধ বড়ুয়া ওরফে মুন্না (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭)।
এ সময় আটকদের কাছ থেকে ছয় হাজার ৯শ পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন, দু’টি সিমকার্ড ও নগদ ৪শ১৩ টাকা জব্দ করা হয়েছে।
র্যাবের-৫ উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- এ ব্যাপারে একটি মামলা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার