নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘সাংবাদিক নির্যাতনকারীদের বিচার করো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করো’ এই দাবি নিয়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকার সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি মীর মোশাররফ হোসেন মিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর'র আকবর হোসেন সোহাগ, বিটিভির জেলা প্রতিনিধি একেএম যোবায়ের, বাসস প্রতিনিধি বিকাশ সরকার, অবয়ব সম্পাদক আবুল হাশেম, চ্যানেল ২৪’র মেসবাহ উল হক মিঠু, কালের কণ্ঠের শামছুল হাসান মিরণ, বাংলাভিশন ও ডেইলি স্টারের নুরুল আমিন, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফুয়াদ হোসেন, একুশে টেলিভিশনের জাহিদুর রহমান শামীম, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও যায়যায়দিন’র আবু নাছের মঞ্জু, দৈনিক যুগান্তরের মো. হানিফ, বাংলা ট্রিবিউনের রঞ্জিত কুরি, সমকালের আনোয়ারুল হায়দার।
বক্তাগণ মামলা, হামলা, গুম, খুনসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ করার এবং এসব ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার