বেনাপোলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারত থেকে আনা মোবাইল ফোন, কাপড় ও নগদ বাংলাদেশি টাকাসহ মোবারক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে ওই বাসে তল্লাশি চালানো হয়।
আটক মোবারক হোসেন ঢাকার মধ্য বাড্ডার মোতালেব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে যশোর-৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, তল্লাশি চালিয়ে ১৮টি মোবাইল ফোন, ভারতীয় শাড়ি, থ্রিপিস, শার্টপিস, পাঞ্জাবি, থান কাপড় এবং নগদ ২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকাসহ মোবারককে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
উদ্ধার মালামালের বাজারমূল্য ৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/এনায়েত করিম