ঝুঁকিমুক্ত হোক গণমাধ্যম-এই স্লোগানে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে মানববন্ধন করে।
সাংবাদিক সমিতি কুমিল্লা শাখার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনটি নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়।
চাপ মুক্ত সাংবাদিকতা করার সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, বিটিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপস, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, দৈনিক কুমিল্লা কন্ঠের সম্পাদক কামাল উদ্দিন, এনটিভির কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিন, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন,জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম মুন্সি, মাছরাঙ্গা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, দৈনিক ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি আবদুস সোবহান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি নজরুল ইসলাম খালেদ, দৈনিক নয়া দিগন্তের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, দৈনিক দিনকালের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক সমাজ কন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক মানব কথার সম্পাদক জাহিরুল ইসলাম, দৈনিক আমাদের কুমিল্লা ও সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, ব্রাক্ষণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, সদর দক্ষিণ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, শেয়ার বিজের কুমিল্লা প্রতিনিধি মনির হোসেন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার,সাংবাদিক হালিম সৈকত, ফটো সাংবাদিক শাহজালাল সাজু, ফটো সাংবাদিক জুয়েল খন্দকার, সাপ্তাহিক দর্পণের স্টাফ রিপোর্টার মীর মারুফ তাহসিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান