বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে বরিশালে মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি মিছিল বের হয়।
মিছিলে নবম ওয়েজবোর্ড ঘোষণা, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি বিবির পুকুর পাড়ে রিপোর্টার্স ইউনিটি কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নির্যাতন বন্ধসহ গণমাধ্যমের পূর্ন স্বাধীনতার দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, নুরুল আলম ফরিদসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার