লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর নিউজ পত্রিকার সম্পাদক এম আলাউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হওলাদার, সহ-সভাপতি এম জে আলম, সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, মহি উদ্দিন ভুঁইয়া মুরাদ, এবিএম নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, আনোয়ারের রহমান বাবুল, ইসমাইল হোসেন জবু, শাকের মোহাম্মদ রাসেল, আনিস কবির, বিএম সাগর প্রমুখ।
বক্তারা, গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান সরকারের কাছে।
আলোচনা শেষে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জাতীয় স্থানীয় পত্রিকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান