চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল রক্ষা কমিটি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আহবায়ক কমিটির সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শহরের বিশ্বরোড মোড়ে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আহবায়ক প্রফেসর রাজিয়া সুলতানা, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ তরিকুল ইসলাম নয়ন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, হামলার শিকার আমিনুল ইসলাম সেন্টু, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদসহ অন্যরা।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের বিগত কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিবরণ তুলে ধরে এই দুর্নীতিবাজ প্রকৌশলী খাদেমুল ইসলাম ফিকসন ও তারর সহযোগী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারেরও জোর দাবি জানান।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে দু’গ্রুপের দ্ব›দ্ব চলে আসছে। এই দ্বন্ধ্বের জের ধরে এক পক্ষ গত ২৫ এপ্রিল বুধবার দুপুরে সভা করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এসময় বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টুসহ ৩ জনকে মারধর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার