গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্বাচনের দাবিতে বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে।
প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবর মাসের ৪ তারিখ বিগত কমিটি দায়িত্ব গ্রহন করে। ২০১৭ সালের অক্টোবর মাসের ৩ তারিখ ওই কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য গাজী শফিকুর রহমান জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।
গত এপ্রিল মাসের ৯ তারিখ আশিকুল হাসান চৌধুরী স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাফর আহমেদ আগামী ৩০ দিনের মধ্যে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার