আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এখনো সন্ত্রাসকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএনপি-জামাত-শিবির জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের উন্নয়ন ব্যহত করতে চায়। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা আ. লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রতিটি আ. লীগের কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।
অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিশ্বকে অবাক করে তার নেতৃত্বে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দল যাকে মনোনয়ন দিবে, তার পক্ষেই প্রতিটি কর্মীকে কাজ করতে হবে।
প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মাহজাবিন খালেদ বেবী এমপি, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, মারুফা আক্তার পপি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার