কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪৯ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ এক বাসচালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম নুরুল আবছার, বয়স ৩১ বছর। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার উত্তর বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে থেকে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে বাসটিও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই মসজিদের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসের চালকের শরীর তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেওয়া তাৎক্ষণিক তথ্যমতে বাসের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৯ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
নুরুল টেকনাফের দক্ষিণ হাজী পাড়ার আবুল হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ