ব্যাটারি চালিত চার্জার ভ্যানের ধাক্কায় ফুলবাড়ীতে আপন নামে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আপন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজখন্ডা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনাজপুরের ফুলবাড়ীর এলুয়াড়ী ইউপি’র রাজখন্ডা গ্রামের পার্শে খাজাপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আপনের পরিবার ও গ্রামবাসীরা জানায়, শিশু আপনসহ কয়েকজন শিশু রাস্তার ধারে খেলা করছিল। এসময় ব্যাটারি চালিত একটি চার্জার ভ্যান সজরে শিশু আপনকে ধাক্কা দিলে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সঞ্জয কুমার আপনকে মৃত বলে ঘোষণা করে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ