ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে চার যুবক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি খেলনা পিস্তল।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাওন নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন যুবক স্থানীয় একটি ফার্মেসিতে সকালে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। পরে বিকেলে আবার গিয়ে চাঁদা চায়। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে তারা দৌড়ে ময়লাকান্দা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। তখন স্থানীয়রা বাড়িটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন