পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে পর্যটকের ব্যাগ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। কয়েজন পর্যটক সৈকতে পাতা বেঞ্চে তাদের ব্যবহৃত ব্যাগটি রেখে ছবি তুলছিল। এ সময় একটি সংঙ্গবদ্ধ চোরের দল এসে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে। এ ঘটনার পর পরই বিষয়টি তারা ট্যুরিষ্ট পুলিশকে আবহিত করেছে তারা জানিয়েছেন।
ওইসব পর্যটকের সাথে থাকা একজন জানান, তার বরিশাল থেকে এক সাথে কুয়াকাটায় এসে একটি বেসরকারি হোটেলে উঠে। এর পর কয়েকজন সৈকতে যায়। বেঞ্চের উপর ব্যাগটি রেখে তারা স্থানীয় ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলেন। হঠাৎ করে ওই চোরেরা ব্যাগটি নিয়ে দ্রুত সটকে পরে। ব্যাগের ভিতরে তিনটি মোবাই সেট, ক্যামেরা ও মানিব্যাগ রাখা ছিল বলে ওই পর্যটক জানিয়েছেন।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জেনের ইনেসপেক্টার মো. মনিরুজ্জামান জানান, চুরি হওয়া ব্যাগ উদ্ধারের চোষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ