লালমনিরহাট সদর উপজোলার হারাটি ইউনিয়নে হিরামানিক গ্রামে ছাবিনা ইয়াসমিন নামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়।
ঘটনার পরই পালিয়ে যায় ধর্ষক মহানন্দ। পরে বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে মহানন্দকে (৪০) গ্রেফতার করে।
নির্যাতনের শিকার শিশুর মা ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ি সংলগ্ন একটি ধান ক্ষেতে হাঁস তাড়াতে যায়। এ সময় একই এলাকার বিনয় চন্দ্রের ছেলে দুই সন্তানের বাবা মহানন্দ (৪০) শিশুটিকে একা পেয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রংপুর র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক মহানন্দকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/আরাফাত