বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকার সাঈফ স্পোটিং ক্লাব।
বৃহস্পতিবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা পুলিশ ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাইফ।
খেলার প্রথমার্ধে সাঈফ স্পোটিং ক্লাবের স্বাধীন প্রথম গোলটি করেন। পর্যায়ক্রমে তারা ৪টি গোল করেন। পাবনা জেলা পুলিশ দলের বিদেশী খেলোয়াড় কাফি ১ গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ব্যবধান থেকে যায় ৪-১ গোলের।
খেলা শেষে প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদী সাঈফ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। রেফারি মো. কামাল হোসেন খেলাটি পরিচালনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পৌর মেয়র খান হাবিবুর রহমান। সম্মান্মিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ শেখ আবু নাসেরের ছেলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, যুগ্ম সচিব শেখ আতাহার হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন