নাটোরে সাত মাদ্রাসা শিশু অপহরণ মূলহোতা আব্দুস ছাত্তারকে জেলার সিংড়া উপজেলার সিংড়া বাজার থেকে আটক করেছে র্যাব ৫ সদস্যরা। আটক আব্দুস ছাত্তার একই উপজেলার বাশবাড়িয়া গ্রামের আব্দুস সোবাহানের পুত্র।
বৃহস্পতিবার রাতে জেলার সিংড়া থানাধীন সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব। আটককৃত আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও এলাকবাসী জানায়, নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদরাসার শিক্ষক আব্দুস সাত্তার সেই মাদরাসার সাত শিক্ষার্থীকে নিয়ে বুধবার রাতের কোনো এক সময় পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা জানান, সাত শিক্ষার্থী ও একজন শিক্ষকের নিখোঁজ থাকার খবর পেয়ে প্রাথমিক তদন্ত ও মোবাইল ফোন ট্র্যাকিং করে শিক্ষক আব্দুস সাত্তারের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। পরে সিংড়ার একটি গ্রামে অভিযান চালিয়ে সিংড়া পুলিশ সাত শিক্ষার্থীকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর