চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় এক ডিম বিক্রেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর আলী, বয়স ৫২ বছর। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ডিম বিক্রি করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। মনাকষা চৌধুরী পাড়া মোড়ে রাত ১২টার দিকে কে বা কারা জাহাঙ্গীরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার ভোরে ঘটনাস্থলে একটি সাইকেল ও ডিমের ঝুড়িসহ তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
নিহত জাহাঙ্গীর মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বাসিন্দা।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ