ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াইসেতুর অদূরে গড়িয়াদহ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাত্রের নাম কাদের (১৪)। সে উপজেলার ডুমাইন গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সে ডুমাইন রাম লাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, কামারখালী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হবার সময় ফরিদপুর থেকে মাগুরাগামি বনফুল নামক যাত্রীবাহি একটি বাস কাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাইসাইকেল নিয়ে রাস্তা পার হবার সময় কাদেরকে একটি বাস চাপা দিলে সে মারা যায়।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৮/হিমেল