পার্সেলের মাধ্যমে ইয়াবার চালান পাচারের সময় ২ জনকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় প্রসাধনীর কোটার ভিতরে অভিনব পাকেটজাত অবস্থায় ৪ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- শহরের চককোবদাসপাড়ার মৃত আব্দুল্লাহ সরকারের ছেলে আল আমিন (৪৫) ও মিরপুর মহল্লার ফজলুল হক রোডের বাসিন্দা মৃত হাজি ইউনুস আলীর ছেলে আব্দুল জলিল (৩৫)।
শনিবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল চট্টগাম থেকে সুন্দরবন কুরিয়ারে পার্সেলের মাধ্যমে সিরাজগঞ্জে ইয়াবা আসছে। এ সংবাদের ভিত্তিতে শহরের ফজলুল হক রোডে অবস্থিত সুন্দরবন কুরিয়ারে নজরদারি বাড়ানো হয়। এ অবস্থায় পার্সেল গ্রহণ করে মটরসাইকেল নিয়ে যাবার সময় পুলিশ ওই ২ জনকে আটক করে। পরে পার্সেলের প্যাকেট তল্লাসী করে দেখা যায়, ভিতরে প্লাষ্টিকের প্রসাধনীর ২৪টি কোটার নিচের অংশে বিশেষভাবে পলিথিনের প্যাকেটে রাখা ৪ হাজার ৮ শত পিস ইয়াবা রাখা হয়েছে।
ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, ডিবির ওসি মোজাহারুল ইসলাম ও অভিযানকারী উপ-পরিদর্শক আবু সাঈদসহ প্রিন্ট্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৮/হিমেল