দিনাজপুরের বিরামপুর থেকে অপহৃত কিশোরী উপমা আকতার মিতুকে (১৪) ঢাকার সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাজু ইসলাম নামে এক অপহরণকারীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার কাটগড়া এলাকা থেকে উদ্ধার করে বিরামপুর পুলিশ। অপহরণকারী রাজু ইসলাম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার খয়ের বাড়ি ডাঙ্গাগ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বিরামপুর পৌরসভার তৈয়বপুর (চকপাড়া) গ্রামের হারুন-অর-রশীদের কিশোরী কন্যা উপমা আকতার মিতুকে (১৪) গত ২৮ মার্চ তার চাচাতো বোন জামাই রাজু অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা অপহরণকারী রাজু ইসলামের (২৪) বিরুদ্ধে আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে গত ১লা মে বিরামপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। (মামলা নং-১)। মামলার পর পুলিশ ব্যাপক অনুসন্ধানের পর ১লা জুন সাভারের আশুলিয়া থানার কাটগড়া গ্রাম থেকে এসআই প্রদীপ চন্দ্র সরকার অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে বিরামপুরে নিয়ে আসেন।
বিরামপুর থানার ওসি আব্দুস সবুর জানান, শনিবার আসামিকে দিনাজপুর কারাগারে ও অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান