গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ইয়াবাসহ সাবেক পৌর কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় ও টুপুরিয়া ব্রিজের উপর থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃত আরিফ শেখ(৩৮)কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় গ্রামের আবু তালেব মিয়ার ছেলে এবং আলী আকবর আরিফ (৩৬)একই উপজেলার টুপুরিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আটককৃত আরিফ শেখ কোটালীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সমসয় দুইজনের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান