লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় আব্দুল আউয়াল (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আউয়াল বুড়িমারী মহাসড়কের আদিতমারী এলাকার বাসিন্দা। তিনি আদিতমারী স্টেশন বাজারের পুরাতন কাপড় বিক্রেতা।
পুলিশ জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, পাটগ্রাম উপজেলার কামারেরহাট এলাকায় ট্রাক্টরচাপায় বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা চাপায় আহত ৫ জন আহত হন। তাদের মধ্যে শনিবার সকালে লাকি বেগম (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ওই দুর্ঘটনায় ৩ জন নিহত হলেন বলে জানান পাটগ্রাম থানার ওসি সাজ্জাদ হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম