শরীয়তপুর সদরের আটং নামক স্থানে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরে ৯ জন। সদর উপজেলার কানার বাজার সংলগ্ন সড়কে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ইদ্রিস বিশ্বাস (৭০), রহমত গাজী (৪০) ও নাইমুল ইসলাম (১৭)। তারা সবাই সাতক্ষীরা জেলার আসাশনী এলাকার বাসিন্দা ছিলেন।
আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। তারা হলেন- ইসমাইল সরদার (৩৫), মহসিন (৪০), হামিদ (৩০), রবিউল ইসলাম (১৭) ও মালেক (২০)। এছাড়াও বাকি আহতরা হলেন- খায়রুল ইসলাম (৩৫), মালেক সরদার (৪০), আব্দুল আলিম (৩০) ও রবিউল গাজী (২৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি জানিয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ট্রাকের নিচে মরদেহের সন্ধান পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার