হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার বাসুল্লা বাজারের কাছে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন চুনারুঘাটে দুর্গাপুর-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, মৃত অবস্থায় আলী হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার