লমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্তের মালদাহ নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০২ জুন) সন্ধ্যায় গোড়ল ইউনিয়নের বলাইরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ওই সীমান্তের সেবকদাস গ্রামের আমিনুল ইসলামের ছেলে মিজু আহমেদ (১২) ও তার প্রতিবেশী ইশরাত আলীর ছেলে সাদিক ইসলাম (১১)।
বিষয়টি নিশ্চিত করে গোড়ল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, মিজু ও সাদিক পার্শ্ববর্তী মালদাহ নদীতে গোসল করতে গিয়ে পানির তোড়ে ভেসে যায়। পরে সন্ধ্যায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল