বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে লামিয়া (৪) ও কারিমা (২) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লামিয়া ও কারিমার বাবা মো. ফরিদ হোসেন জানান, দুপুরে খাওয়ার পর মেয়েরা উঠানে খেলছিল। বিকেলের কোন এক সময় তারা পুকুরে পড়ে যায়। পরে ইফতারির আগে তাদের চাচি পানি আনতে গেলে তাদের দুই বোনকে পুকুরে ভাসতে দেখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ।
বিডি প্রতিদিন/ফারজানা