ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর এলাকায় কার্ভাড ভ্যান-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছে। আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কম্পক্লেকে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল (২৪), আলামিন (২০) ও রহমান (৩২)।
ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী টিনবোঝাই একটি ট্রাক দাদপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই খাদে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলেই পৌছে পানির ভিতর থেকে টিন উদ্ধারের পরে ৩ জনের লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন, আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর