মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী পুলিশি অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই দশমিক চার গ্রাম হেরোইন, ২৬০ গ্রাম গাঁজা ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার ভোর ৬টা থেকে শুরু করে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেই ২৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর