পণ্যবোঝাই ১০টি ভারতীয় ট্রাক পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে রবিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ মধ্যে অামদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
ভারতীয় সি এন্ড এফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি ভারতীয় পণ্যবোঝাই ট্রাক পুড়ে যাওয়ায় ট্রাক মালিকদের ক্ষতিপূরণের দাবিতে বেনাপোল বন্দরের সাথে সকল প্রকার অামদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্রাক ও ট্যাংকলরি মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সাঈদ অাহম্মেদ রুবেল অামদানি-রফতানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের সাথে কোন রকম অালোচনা না করে ভারতীয় ট্রাক ও ট্যাংকলরী মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা বেনাপোল বন্দরের সাথে সকল প্রকার অামদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা