মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে রবিবার সকালে ৩২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার টেংরিপাড়া এলাকার মুকুল কাজীর মেয়ে রুমা আক্তার (২০), একই উপজেলার ভাদ্রা এলাকার আফছার উদ্দিনের ছেলে আতিকুর রহমান সুমন (৩৪) ও মানিকগঞ্জের গিলন্ড এলাকার কাজিম মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২)।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রুনা আক্তার ওই বাড়ির ভাড়াটিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৩২০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৩২ হাজার ৯শ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ৩ জুন ২০১৮/ ওয়াসিফ