ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় রবিবার ভোরে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৩২ বছর ধরে পলাতক আসামি মোঃ ইউনুছ তালুকদার ওরফে ইউনুছ ড্রাইভারকে (৫০) আটক করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, আটক ইউনুসের বিপক্ষে ১৯৮৬ সালে রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকায় একটি পরিবহণে বাস বেপরোয়া গতিতে চালিয়ে ২৫ বছরের এক যুবককে ঘটনাস্থলেই নিহত করার অপরাধ ছিল। (রাজবাড়ী সদর থানার মামলা নং-০১, তাং-০৩-১০-১৯৮৬ইং, ধারা-২৭৯/৩০৪(খ) দঃবিঃ)।
তিনি আরও জানান, দীর্ঘ ৩২ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম খাবাসপুর এলাকায় ইউনুছের নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এরপর তাকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর