পঞ্চগড়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এবং বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা আয়োজন করেন পঞ্চগড় জেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির কমিউনিকেশন এন্ড আউটরিচ স্পেসালিষ্ট অপর্না ঘোষ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুদল্লাহ লুপম ও সদর উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে জানান, ২০১৭-২০১৮ সালে বিভিন্ন আদালতে ২৫৫৪টি মামলা দায়ের করে। এর মধ্যে ২৩১৩ টি মামলা নিস্পত্তি হয়েছে। মামলার আবেদনকারী পুরুষ ছিলেন ১৯৬৮ জন এবং নারী ছিলেন ৫৮৬ জন ।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল