বরিশাল জেলা (উত্তর) যুবদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে উত্তর জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মিঠু, মুলাদী উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, মঞ্জুর হোসেন মিলন এবং সাইদুল আলম সেন্টু সহ বিভিন্ন উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ শেষে সদ্য ঘোষিত উত্তর জেলা যুবদলের কমিটি প্রত্যাখান এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি অশ্বিনী কুমার হলের প্রধান ফটক অতিক্রমের আগেই পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত যুবদলকে মিছিল করতে দেয়নি পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন