হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর টমটম চালক শাকিল আহমেদ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া নামক এলাকা লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শাকিল আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মুসলিম মিয়ার পুত্র।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম জানান, শাকিল পেশায় এক জন টমটম চালক। গত শুক্রবার সকালে টমটম নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে ওই দিন রাতেই তার ভাই মিজান শায়েস্তাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করে। এরই প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে শহরের উমেদনগর এলাকা থেকে টমটমটি উদ্ধার করা হয় এবং দিপুল চন্দ্র কর (২৫) নামে যুবককে আটক করা হয়। সে সিলেট জেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের পুত্র। তিনি আরও জানান, আটককৃত দিপুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব