বগুড়ায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ২১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরেআলম সিদ্দিকী জানান, গোপন সূত্রে পুলিশ শহরের ৬টি স্থানে হানা দিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫শ' পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ১৯ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার