বরিশালের গৌরনদীতে দিপালী দাস (৯০) নামে দৃষ্টি প্রতিবন্ধী এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ওই উপজেলার জঙ্গলপট্টি গ্রামের আশোকাঠি-ধামুরা খাল থেকে ওই বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়। দিপালী গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার মৃত নিশিকান্ত দাসের স্ত্রী।
গৌরনদী মডেল থানার এসআই মো. মাজাহারুল জানান, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মানসিক ভারসাম্যহীন দৃষ্টি প্রতিবন্ধী দিপালী দাস (৯০) তার শয়ন কক্ষে ঘুমাতে যান।
শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দিপালীর ঘরের দরজা খোলা দেখতে পায়। এ সময় দিপালীকে তার শয়ন কক্ষে কিংবা ঘরের বাইরে কোথাও খুজে পায়নি তারা। দুপুর আড়াইটার দিকে জঙ্গলপট্টি গ্রামের রাসেল সেরনিয়াবাতের বাড়ি সংলগ্ন খালে স্থানীয়রা এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা দিপালীর ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ওই বৃদ্ধা বাড়ি সংলগ্ন আশোকাঠী-ধামুরা খালের ঘাটলায় গিয়ে পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান